বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকের পর, যুক্তরাজ্যের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলীও স্থান পেলেন।
গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি বা উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রুশনারা। বিরোধীদলে লেবার পার্টির ছায়া সরকারেও ছিলেন, টানা পাঁচবারের এমপি এই সিলেটি কন্যা। তবে, এবারই প্রথম ব্রিটিশ মন্ত্রিসভায় বাংলাদেশিরা স্থান পেলো। টিউলিপ সিদ্দিক পেয়েছেন আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই পদটি সিটি মিনিস্টার নামে পরিচিত।
রোশনারা আলী যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। তার বয়স যখন ৭ বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।
প্রসঙ্গত, রুশনারা আলী ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৩ সালের অক্টোবরে নিযুক্ত হন ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী।