যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের খেলায় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকাও।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১২৮ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় উইন্ডিজ। ৩৯ বলে ৮২ রান করেন শাই হোপ। অন্য ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।