যুক্তরাস্ট্রের হিউস্টনে অনুশীলনে বাংলাদেশ দল। আবহাওয়া খারাপ থাকায় মাঠে নামতে পারেনি টাইগাররা। প্রস্তুত হতে হচ্ছে টিম হোটেলেই। হেড কোচ বলছেন, বিশ্বকাপে অভিজ্ঞরাই দলের ভরসা। আর তরুণদের জন্য বড় সুযোগ।
২৫ ঘণ্টা ভ্রমণ শেষে একদিনের বিশ্রাম। পরের দিন হালকা অনুশীলন। দীর্ঘ ধকল কাটাতে টাইগারদের এমন ধীর প্রস্তুতি। আবহাওয়া খারাপ থাকায়, সব করতে হয়েছে টিম হোটেলেই।
প্রথম দিনের প্রস্তুতিতে ফুরফুরে মেজাজে ছিলেন শান্তরা। টেক্সাসের হিউস্টনে মাহমুদুল্লাকে দেখা গেছে একটু বাড়তি পরিশ্রমী হিসেবে। সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাসরাও ছিলেন চনমনে।
বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটাররাই ভরসা। জানালেন, হেড কোচ।
তরুণ যারা আছেন, হাথুরুর চোখে, তাদের সামনেও বিশ্বকাপের আসর বড় সুযোগ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। প্রথম ম্যাচ মঙ্গলবার। কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাচের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। তাই, সিরিজ পড়েছে শঙ্কায়।