টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র গেলো বাংলাদেশ দল। বিমানবন্দরে ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় সিক্ত টাইগাররা, দিয়ে গেছে ভালো কিছুর আশ্বাস। বিশ্বকাপের আগে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ২০ ওভারের ম্যাচ খেলবে লাল সবুজের দল।
বিশ্বকাপের স্বপ্নযাত্রা শুরু গতরাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছেড়েছে রাত ১টা ৪০ মিনিটে। সবার আগে এসে পৌঁছান লিটন দাস। তাকে ঘিরে সমর্থকদের উল্লাস, উদ্দীপনা এতটাই বেশি ছিল যে, গাড়ি থেকে নামতেই কষ্ট হয়ে যাচ্ছিলো।
নিজেই গাড়ি চালিয়ে বিমানবন্দরে আসেন মাহমুদউল্লাহ। তাসকিন নিয়ে আসেন বাবাকে। সৌম্যও আসেন নিজের গাড়িতে। বাকি বেশিরভাগ ক্রিকেটার আসেন বিসিবির টিম বাসে চেপে। দলের সঙ্গে একই গেট দিয়ে ঢোকেননি সাকিব। ভিভিআইপি টার্মিনাল দিয়ে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারেন এই অলরাউন্ডার।
দেশ ছাড়ার আগে লাল সবুজের জন্য লড়াই করার কথা জানিয়ে গেছেন টাইগাররা। এবারের বিশ্বকাপ দলটা নিয়েও আত্মবিশ্বাসটা অনেক বেশি। তাই বড় স্বপ্ন ক্রিকেটারদের।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে। সবকটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায়। এরপরই নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল চলে যাবে সড়কপথে তিন ঘণ্টার দূরত্বের ডালাসে।