১৪/০৬/২০২৫, ১৪:২৭ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:২৭ অপরাহ্ণ

ট্রাম্পের সঙ্গে সৌদির ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের সঙ্গে মোট ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের মধ্যে হয়েছে এই চুক্তিস্বাক্ষর।

‘ইউএস-গালফ সামিট’ সম্মেলনে অংশ নিতে গত ১৩ মে, মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান ট্রাম্প। সেখানে সম্মেলন শেষে মোহাম্মদ বিন সালমান ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকশেষে গতকাল জ্বালানি, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স। এসব চুক্তির সম্মিলিত আর্থিক মূল্য ৩০ হাজার কোটি ডলার।

সোমবার এক বিবৃতিতে মোহাম্মদ বিন সালমান বলেন, “সৌদি-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের বয়স ৯২ বছর। ২০১৩ সাল থেকে ২০১৪ সাল— ১১ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছেছে ৫০ হাজার কোটি ডলারে। ইতোমধ্যে আমরা আরও ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছি এবং আমাদের লক্ষ্য দুই দেশের বাণিজ্যকে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করা।”

পৃথক এক বিবৃতিকে সৌদির বিনিয়োগমন্ত্রী বলেন, “আগামী চার বছরের মধ্যে সৌদি-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ২০১৭ সালে যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি, সে সময় নিজের প্রথম বৈদেশিক সফরের জন্য সৌদিকে বেছে নিয়েছিলেন তিনি।

পড়ুন: সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

দেখুন: ট্রাম্প নেই, ইরানের হাত থেকে ইসরায়েলকে বাঁচাবে কে ? 

এস


বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন