39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ঠাকুরগাঁওয়ে মালধইয়া ও বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে আগুন, লুটপাট

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে দফায় দফায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন,

আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে শুক্রবার দুপুরের দিকে সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়।

হরিপুর উপজেলা নিবাহী অফিসার আরিফুজ্জামান বলেন, দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পড়ুন: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবী জানাজা

দেখুন: সুইমিং পুলের পানিতে ডু/বে শিশুর মৃ/ত্যু | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন