18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু ব্রাজিলের

কোপা আমেরিকার নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল ব্রাজিল। মঙ্গলবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা।

এদিন পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

খেলার শুরু থেকেই একর পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। প্রথমার্ধে প্রায় ৭৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখলেও, লক্ষ্যভেদ করতে পারেনি সেলেসাওরা। ।

ম্যাচের ৩০তম মিনিটে বল জালে পাঠায় ব্রাজিল। রদ্রিগোর পাস থেকে গোলটি করেন মার্কনিয়োস। কিন্তু দীর্ঘক্ষণ ভিএআর চেকের পর অফসাইডে তা বাতিল হয়ে যায়।

ম্যাচের ৪০তম মিনিটে কোস্টারিকার ডিবক্সে ভারগাসের ফাউলের শিকার হন পাকুয়েতা। পেনাল্টির আবেদন জানালেও রেফারি সাড়া দেননি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে সেলেসাওরা। ম্যাচের ৬৩তম মিনিটে আরানার চেষ্টা, দারুণ দক্ষতায় রুখে দেয় কোস্টারিকান গোলরক্ষক।

ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে গেছে ব্রাজিল। কিন্তু কোস্টারিকার শৃঙ্খলাপূর্ণ রক্ষণ আর সেলেসাও স্ট্রাইকারদের ব্যর্থতায়, এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে।

এই ড্রয়ে ডি-গ্রুপে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল ব্রাজিল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টেবিলের শীর্ষে কলম্বিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন