25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ঢাকায় অটোরিকশাচালকদের অবরোধ: জরিমানার নির্দেশনা বাতিল

ঢাকায় সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে মামলা-জরিমানার নির্দেশ বাতিল করেছে বিআরটিএ। সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে মামলা ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনায় জারিকৃত আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

ঢাকায় অটোরিকশাচালকদের অবরোধ: জরিমানার নির্দেশনা বাতিল
সংগৃহীত

এর আগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে, মামলা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয় সরকারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে, চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিলো।

এর প্রতিবাদে মিটার অনুযায়ী ভাড়া না নেয়ার দাবিতে, আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। ১ দফা দাবিতে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে তারা। পরে এক পর্যায়ে তাদের দাবি মেনে নেয়া হয়।

দেখুন: ঢাকায় মিটার ছাড়া ভাড়ায় জরিমানা, অসন্তোষ সিএনজি চালকদের |

পড়ুন:মিটার ছাড়া ভাড়ায় জরিমানা, অসন্তোষ সিএনজি চালকদের

এসএম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন