ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি সংলগ্ন ডাউন র্যাম্প বা নামার সংযোগ সড়ক খুলে দেয়া হয়েছে। ২০ মার্চ সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন উত্তরা থেকে সহজেই মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকায় যাওয়া যাবে। ওবায়দুল কাদের বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। আগামী ডিসেম্বরে বাস র্যাপিড ট্রানজিট চালুর কথাও জানান তিনি। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়।