39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ

জনপ্রিয় সঙ্গীত তারকা মুস্তফা জাহিদ তার অসাধারণ গানের মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছেন। তার ঝুলিতে আছে ‘তেরা মেরা রিসতা পুরানা’, ‘মউলা মেরে, হাম জি লেঙ্গে’-সহ অনেক হৃদয়গ্রাহী গান। পাকিস্তানের এই শিল্পীর বাংলাদেশেও বহু ভক্ত রয়েছে। এবার ঈদের পরপরই ঢাকায় তার গান শোনার সুযোগ পাবেন ভক্তরা।

‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’-এর উদ্যোগে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘মেলোডি আনলিশড’ কনসার্টে মুস্তফা জাহিদ প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবেন। ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য এই কনসার্টে তার শক্তিশালী কণ্ঠস্বর ও হৃদয়স্পর্শী হিট গান ভক্তদের জন্য এক জাদুকরী সন্ধ্যা উপহার দেবে।

মুস্তফা জাহিদ নিজেও ফেসবুকে ভিডিও বার্তায় এই কনসার্টের খবর শেয়ার করেছেন। তার জন্ম পাকিস্তানের লাহোরে। তিনি বিখ্যাত রক ব্যান্ড ‘জুনুন’-এর প্রাক্তন প্রধান গায়ক আলি আজমাত-এর ভাগনে এবং সুফি গায়ক ইনায়াত হুসেন ভট্টির আত্মীয়।

শৈশবে গান গাইবেন বলে কখনো ভাবেননি মুস্তফা। কলেজের একটি অনুষ্ঠানের সঞ্চালনার সময় শিক্ষকরা তার গান গাওয়ার অনুরোধ করেন। সেই অভিজ্ঞতা তাকে গানের ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করে।

২০০৭ সালে বলিউড সিনেমা ‘আওয়ারাপান’-এ তার দুটি গান ব্যবহৃত হয়, যা থেকে বলিউডে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার গান ‘আশিকী ২’ এবং ‘এক ভিলেন’ সিনেমায় ব্যবহার করা হয়েছে। বর্তমানে তিনি স্পটিফাই-এ পাকিস্তানের শীর্ষ তিন অনুসরণকারী শিল্পীর একজন, যেখানে তার ৫.৫ মিলিয়নের বেশি অনুসরণকারী রয়েছে।

এনএ/

দেখুন: ‘ঢাকা মেডিকেল কলেজ ডে’ উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন