26 C
Dhaka
শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_imgspot_img

তমা মির্জাকে পেয়ে ভাগ্যবান রায়হান রাফি!

আজ শনিবার ঢালিউড নায়িকা তমা মির্জার জন্মদিন। সে উপলক্ষ্যে কাল মধ্যরাতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন নির্মাতা রায়হান রাফি। ক্যাপশনে তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা লিখেছেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদযাপন করো। শুভ জন্মদিন তমা।’

রাফির এই পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। তিনি লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি।’

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নির্মাতা রায়হান রাফি। ঢালিউড কিং শাকিব খানের আসন্ন চলচ্চিত্র ‘তুফান’ নিয়ে নতুন করে আলোচনায় তিনি। কাজের বাইরেও প্রায় সময়ই চর্চার কেন্দ্রে থাকেন ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ খ্যাত এই নির্মাতা। তার একটি অন্যতম কারণ চিত্রনায়িকা তমা মির্জার সাথে রাফির ঘনিষ্ঠ সম্পর্ক। যদিও রায়হান রাফি ও তমা মির্জা তাদের সম্পর্ককে এতদিন ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আখ্যা দিয়ে আসছিলেন।

এদিকে রায়হান রাফির পরপর কিছু সিনেমায় তমা মির্জা নায়িকা হওয়ার কারণে তাদের সম্পর্ক নিয়ে আরও জোরালো প্রশ্ন উঠতে থাকে। এছাড়াও সামাজিক মাধ্যমে মাঝে মাঝে নানা খুনসুটির মুহূর্তও প্রকাশ করেন তারা। কিন্তু, তাদের মধ্যে যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক রয়েছে, তা অন্তত নিশ্চিত।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন