31 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_imgspot_img

তাপপ্রবাহে শিশু হাসপাতালে বাড়ছে রোগী

তীব্র তাপপ্রবাহে রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতালটির জরুরি বিভাগের সামনে উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। গরমজনিত অসুখ এড়াতে তাই পরামর্শ মেনে চলার আহবান তাদের।

তীব্র গরমের কারণের জ্বর, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গরমের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চিকিৎসকরা জানিয়েছেন, টানা গরমে হাসপাতালে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, হিট স্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গরমে শিশুরা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে।

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে দেশের অধিকাংশ জেলাতে টানা তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করে। ৩০ এপ্রিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন