30 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কাজ করতে চায় ভারত: পররাষ্ট্রমন্ত্রী

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত। জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাত করেন তিনি। ভারতের নির্বাচনের পর দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের খবরও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার দুই দিনের সফরটি ছিলো মুলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে। কিন্তু সফর এমন এক সময় হলো যখন দেশটিতে লোকসভা নির্বাচন চলছে। অন্যদিকে, চীন ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার খবরে সতর্ক দক্ষিণ এশিয়া। চলছে, চীন কর্তৃক তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের তোড়জোর।

গতকাল ঢাকায় পৌছালও আজ দ্বিতীয় দিনেই মুল সব আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তরের পর কোয়াত্রা যান সেগুনবাগিচায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সৌজন্য সাক্ষাতে করেন, পররাষ্ট্র মন্ত্রী ড হাছান মাহমুদ।

বৈঠক শেষে কী নিয়ে আলোচনা হলো, সাংবাদিকদের তা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দুই দেশের বিভিন্ন বিষয় এসেছে। তবে ভারতের আগ্রহ, চীনের তিস্তা প্রকল্পে সহযোগীতায়।

পরে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, উপজেলার নির্বাচন অনেক দেশের তুলনায় ভালো হয়েছে। 

পরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় যোগ দেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ। তুলে ধরেন তাঁর জীবন দর্শন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন