তিস্তা ছাড়া দেশের প্রায় সব নদীর পানি কমতে শুরু করেছে। এদিকে, রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর উপরে নির্মিত গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ধস। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে তীরবর্তী গ্রাম ও লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক।
উজানের ঢলে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রংপুরের গংগাচড়ায় শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধের পশ্চিম দিকে দেখা দিয়েছে ধস। বাঁধের প্রায় ৪০ মিটার জায়গার ব্লক ধসে স্থানটিতে প্রায় ৫০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে হুমকি মুখে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক শেখ হাসিনা সেতু ও বাঁধের তীরবর্তী পাঁচটি গ্রাম।
ইতিমধ্যেই গংগাচড়ার মহিপুরের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে আবারও। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ভেসে গিয়েছে পুকুরের মাছ ,ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক।
গঙ্গাচড়া উপজেলার লক্ষীটরি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি বলছেন কতৃপক্ষের কাজের গাফিলতির কারণে ভুগতে হচ্ছে তিস্তা পাড়ের মানুষকে।
তিস্তা পারের মানুষের এখন একটি দাবি দ্রুত বাস্তবায়ন হোক তিস্তা মহা পরিকল্পনা।