ঢাকা সিটি কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে থামছে না ধাওয়া পালটা- ধাওয়া। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও সফল হতে পারছেন না।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর থেকে শুরু হওয়া সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়েছেন এবং ইট নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের সামনে চলে আসছেন। অন্যদিকে, সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরে অবস্থান নিয়েছেন। কিছু সময় পর পর ইট নিক্ষেপ করে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন। বেশ কয়েকবার পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে, তবে শিক্ষার্থীরা পুলিশের কার্যক্রম উপেক্ষা করে সংঘর্ষ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বুলিং ও স্লেজিংয়ের কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য চলছিল, যার ফলে উভয় পক্ষের শিক্ষার্থীরা হাতে-হাতি করেছেন।
উল্লেখ্য, এই সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এনএ/