চুয়াডাঙ্গার দর্শনা ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ছয় বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে ৮৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতীয় বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ঠাকুরপুর ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন জানান, বিএসএফের পুশইনের পর তারা ওই পরিবারটিকে আটক করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুশইন হওয়া পরিবারের সদস্যরা হলেন, কুড়িগ্রাম জেলার মৃত কিতাব আলীর ছেলে শাহাজান (৪০), তার স্ত্রী কহিনুর (৩৫), মেয়ে সাবিহা খাতুন (১৮), শারমিন (১৫), শিশু কন্যা সাথী খাতুন (৮) ও এক বছরের ছেলে নাজমুল।
ভুক্তভোগী শাহাজান জানান, “প্রায় ১৯/২০ বছর আগে আমরা কুড়িগ্রাম সীমান্ত হয়ে ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে বসবাস শুরু করি। হঠাৎ করে ভারতীয়রা আমাদের বলে দেয়, ‘কোনো বাংলাদেশি ভারতে থাকতে পারবে না।’ এরপর তারা আমাদের জোরপূর্বক বের করে দেয়।”
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, “বিজিবি আমাদের কাছে ওই পরিবারটিকে হস্তান্তর করেছে। আমরা বিষয়টি কুড়িগ্রাম থানায় বার্তা পাঠিয়ে আত্মীয়-স্বজনকে খবর দিয়েছি।”
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, “ওসি সাহেব জানালে আমরা তাদের দর্শনার পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দিই। দুপুরে তাদের খাবার, গোসলসহ মৌলিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে। আত্মীয়-স্বজন এলে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।”
