দিনাজপুরের কড়াই বিলে ফলদ গাছ কাটায় বিক্ষুব্ধ স্থানীয়রা। অতিথি পাখির আশ্রয়স্থল কড়াই বিলে মুকুল না আসার অজুহাতে, গাছ কাটছে একটি সংগঠন। জানতে চাইলে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ।

শীতকালে অতিথি পাখির অভয়ারণ্য দিনাজপুরের কড়াই বিল।
এই বিল পারের গাছগুলো এখানকার পাখিদের আশ্রয়স্থল। কিন্তু, গত কিছুদিন ধরে বিলের ফলজ বৃক্ষসহ সকল গাছ কেটে ফেলছে একটি মহল।
মুকুল আসার এ সময়ে গাছ কাটায় শঙ্কায় স্থানীয় প্রকৃতিপ্রেমীরা। অভিযোগ পাওয়ায় ও গাছ কাটার বৈধ কাগজপত্র না থাকায়, প্রশাসন আপাতত বন্ধ রেখেছে কাটার কাজ। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের।
জমিটির মালিকানা দাবি করেছে একটি সমবায় সমিতি। সংগঠনটির দাবি, গাছে ফলন না আসায় গাছ কেটে ফেলা হচ্ছে।
অনুমতি না নিয়েই গাছ কাটায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অতিথি পাখির আবাসস্থল নিশ্চিত ও পরিবেশ রক্ষায়, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা।
পড়ুন: ১৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক-১
দেখুন: চা বিক্রি করে সংসার চলে জনপ্রতিনিধির |
ইম/