গত কিছুদিন রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা কম। রাতের শেষদিকে গায়ে জড়াতে হচ্ছে কাঁথা। আবার ভোর পেরিয়ে সকাল হতেই অনুভূত হচ্ছে বেশ গরম।বৈশ্বিক জলবায়ুর প্রভাবে আবহাওয়ার এমন বিরুপ আচরণ মনে করছেন আবহাওয়াবিদরা।সেইসাথে মে মাসের দ্বিতীয়ার্ধে দেশ আবারও ফিরে যাবে তীব্র তাপপ্রবাহে পূর্বাভাস আবহাওয়া অফিসের।
তীব্র তাপপ্রবাহ পার করে দেশ এখন স্বাভাবিক তাপমাত্রায়।কিন্তু এতেও স্বস্তি ফেরেনি জনজীবনে।পরিমাপ স্কেলে দেশের তাপমাত্রা আজ ৩১ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূতি আরো বেশি।রাজধানী সহ দেশ জুড়েই পরিলক্ষিত হচ্ছে আবহাওয়ার এমন বিরূপ আচরণ।
দিনে গরম রাতে শীত, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে আবহাওয়ার এমন বিরূপ প্রভাব বলছেন আবহাওয়াবিদরা।
এ দিকে আগামী দু-একদিন দেশে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করলেও মে মাসের দ্বিতীয়ার্ধে দেশ আবারো ফিরে যাবে তীব্র তাপপ্রবাহে, পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।
দেশের জলবায়ুর পরিবর্তন অনেক আগে থেকেই দৃশ্যমান। অকাল বন্যা, উপূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি সহ উত্তর-পশ্চিমাঞ্চলে মরুকরণ বহু বছর ধরেই চলছে। এর প্রতিকারের জন্য পরিবেশের ভারসাম্য বজায় রাখা দরকার মনে করেছেন বিশেষজ্ঞরা।