টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে খেললেও টাইগারদের পারফরম্যান্সে হতাশ সবাই। হতাশার ছাপ ছিল পেসার তাসকিন আহমেদের কণ্ঠেও। তবু তার আশা, একদিন ভালো কিছু হবেই।
মাইনাস পয়েন্টে আছে টিম বাংলাদেশ। স্বীকার করে নিয়েছেন তাসকিন, তাই এই সময়ে নেতিবাচক কথা না বলার অনুরোধ রাখলেন। বিষাদমুখে তাসকিনের বেরিয়ে আসা, বুঝতে বাকি নেই কতটা সংকটে দল। স্বস্তি নিয়ে এলো সেই পুরোনো আশ্বাস। হবে, একদিন ঠিক জিতে নেবো।
সাকিব-মাহমুদুল্লাহর বাজে পারফরম্যান্সে দল ভুগেছে বেশ। তবে দুই সিনিয়র ক্রিকেটারের হয়ে ঢাল ধরলেন তাসকিন।
টাইগার টপ অর্ডার যেনো বালির বাঁধ ঘর, হালকা বাতাসে বিলীন হয়ে যায়, অস্তিত্বসংকটে ব্যাটিং লাইন আপ। তবে তাসকিন বাকি দলগুলোর সাথে তুলনা করে দিলেন নড়বড়ে জবাব।
আশ্বাস আর অপেক্ষায় কাটে টাইগার ফ্যানদের। তবে কবে সেই আশা সত্যি হয়ে ধরা দেবে ২২ গজে, সেটা জানেনা কেউ। তবে এখনো স্বপ্ন, একদিন গ্রীষ্মের তপ্ত রোদের মত জ্বলে উঠবে শান্ত-তামিম-সাকিবরা।