39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের খবরে ক্ষোভ, আম-চাল বন্ধের হুঁশিয়ারি

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, একনেকে পাস হলেই শুরু হবে স্থায়ী অবকাঠামোর কাজ।


২০১৮ সালে অনুমোদন পাওয়া, নওগাঁ মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। প্রথম ব্যাচে ভর্তি হয় ৫০ জন শিক্ষার্থী। কিন্তু, দীর্ঘ এই সাত বছরেও হয়নি স্থায়ী কোনো অবকাঠামো।    

সম্প্রতি মানহীন উল্লেখ করে, নওগাঁ মেডিকেল কলেজসহ কয়েকটি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হলে চাল ও আম সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটি। স্থানীয়দের মতে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবা।

মেডিকেল কলেজে স্থায়ী কোনো অবকাঠানো নেই। তাই জমি নির্ধারণসহ স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে কলেজ কর্তৃপক্ষ।  

স্থানীয়রা বলছেন, শুধু ভবন না থাকা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মান যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ও শিক্ষার্থীদের ফলাফল ভালো। একে কোনোভাবেই মানহীন স্বাস্থ শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় না।

পড়ুন: মেডিকেল কলেজ বন্ধ করা হলে চাল সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

দেখুন: সোলেমান হাজারী এখন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন