২০/০৬/২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ

‘গণতন্ত্রের জন্য নতুন করে সংগ্রাম করার আহবান’

গণতন্ত্রের জন্য নতুন করে সংগ্রাম করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক।

ভয়ংকর সময় পার করে এসেছে দেশ। যে অভুত্থানের মাধ্যমে দেশ গড়ার সুযোগ নতুন করে সুযোগ এসেছে তা যেন যথাযথ ভাবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একমাত্র নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে।

এদিকে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির নব গঠিত কমিটিকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা।

এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব না।

এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিকে নিয়েও বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। বলেন নির্বাচন নিয়ে দেশে এক ধরনের গড়িমসি চলছে।

বিএনপি নেতারা বলেন বাংলাদেশ নির্মাণে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তারা অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি জানান।

এনএ/

দেখুন: ইসরাইলের টার্গেট স্ক্রিনে ফোর্দো-নাতানজ? ইরানের জবাবে হাজারো নতুন পারমাণবিক চুল্লি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন