আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠছে নারী এশিয়া কাপের এবারের আসরের। এই এশিয়া কাপের আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৩ জুন) এই দল ঘোষণা করা হয়।
এশিয়া কাপের মিশনে দারুণ কিছু করতে অভিজ্ঞ রুমানা আহমেদ এবং জাহানারা আলমকে দলে ফিরিয়েছে বিসিবি। টাইগ্রেসদের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি।
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
Announcing the Bangladesh Women's Squad for the upcoming Women's Asia Cup 2024 in Sri Lanka! 🇧🇩 🫶
— Bangladesh Cricket (@BCBtigers) June 23, 2024
The Women's Asia Cup will take place from 19th July 2024 to 28th July 2024. Let the games begin!#BCB #Cricket #womenscricket #WomensAsiaCup2024 pic.twitter.com/hGWPczAHuO
এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।