31 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

নির্ধারিত সময়ে চালু হচ্ছে না বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নির্ধারিত সময়ে চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। চলতি বছরের অক্টোবরে চালুর কথা থাকলেও অগ্রগতি পরিদর্শনে গিয়ে বিমানমন্ত্রী জানান, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে যাত্রী পরিবহন শুরু হবে।

কাজের অগ্রগতি পরিদর্শনে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এসময় প্রায় ঘণ্টাখানেক ঘুরে দেখেন পুরো টার্মিনালটি।

পরে তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান। বিমানমন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে এরই মধ্যে দ্বিতীয় রানওয়ে করার পরিকল্পনা চলছে বলেও জানান মন্ত্রী।

যাত্রী চাহিদা বিবেচনার নতুন এয়ারক্রাফট কেনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এটা নিয়ে মূল্যায়নের কাজ চলছে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন