নোয়াখালীর সুবর্ণচরে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নানের বিপণীকেন্দ্র ও আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান হামলায় পণ্ড হয়েছে। স্থানীয় ছাত্রদল-যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠেছে। এই হামলার ঘটনায় নোয়াখালীবাসীর উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন মেজর (অবঃ) আবদুল মান্নান।
মঙ্গলবার (২০ মে) রাতে গণমাধ্যমের কাছে মেজর (অব.) আবদুল মান্নানের মালিকানাধীন সানম্যান গ্রুপের ডিজিএম (ফাইনান্স)মাহমুদ হোসাইন এই বার্তা প্রেরণ করেন।
নোয়াখালীবাসীর উদ্দেশ্যে মেজর (অব.) আবদুল মান্নানের পাঠানো বার্তাটিতে তিনি জানান, আজকের দিনটি ছিল সুবর্ণ সিটির সূচনা—একটি স্বপ্নের যাত্রা, যা আমাদের এলাকায় কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং ভবিষ্যতের অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নোয়াখালী অঞ্চলের অর্থনৈতিক শক্তি ও সম্ভাবনাকে জাগ্রত করা।
অনুষ্ঠানটি সুপরিকল্পিত ছিল এবং অনেকেই আন্তরিকভাবে এতে অংশগ্রহণ করেছেন। কিন্তু কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়, যা দুঃখজনক। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা কোনোভাবেই জনকল্যাণের সহায়ক নয়। এই ধরণের সন্ত্রাসী আচরণ কারও জন্যই কল্যাণ বয়ে আনে না—বরং আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে।
আমি স্পষ্টভাবে বলতে চাই, এই প্রকল্প কোনো দলের নয়—এটি নোয়াখালীর মানুষের। আমি সবসময় কাজ করেছি এই অঞ্চলের কল্যাণে—নির্মাণ করেছি বাঁধ, হাসপাতাল, শিল্পকারখানা ও অবকাঠামো, দলীয় স্বার্থ নয় বরং মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছি।
সুবর্ণ সিটি হবে এক নতুন অধ্যায়—যেখানে তরুণ উদ্যোক্তা, খেটে খাওয়া মানুষ, এবং ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টারা নিজেদের জায়গা করে নেবেন।
নোয়াখালী আমাদের এবং উন্নয়নের পথ কেউ রোধ করতে পারবে না।
পড়ুন : সাবেক মন্ত্রী মেজর মান্নানের অনুষ্ঠানে হামলার অভিযোগ, আহত ৫