30 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

পানি সংকটে রাজধানীর আগারগাঁও

প্রচণ্ড গরমের মধ্যে গত দুই মাস ধরে পানির সংকটে ভুগছে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের ছয় তলা গার্মেন্টস এলাকার কয়েক হাজার বাসিন্দা। রান্না-খাওয়া, গোসলসহ নিত্য প্রয়োজনীয় কোনো কাজই ঠিকমতো করতে পারছেন না তারা। এলাকাবাসী বলছেন, বারবার অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তারা।

মোসাম্মৎ আঞ্জুমান, বাসা-বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। দুই ছেলে মেয়েকে নিয়ে পশ্চিম আগারগাঁওয়ের ছয় তলা গার্মেন্টস এলাকার এই টিনশেড বাড়িতে থাকেন। প্রায় ২ মাস ধরে তীব্র পানির সংকটে দিশেহারা পরিবারটি। একই অবস্থা রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকার কয়েক হাজার বাসিন্দার। পানির সংকটে রান্না-খাওয়া, গোসলসহ নিত্য প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে তাদের। কেউ কেউ আবার নিরুপায় হয়ে গোসল করে আসছে দূর-দুরান্ত থেকে।

ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। ওয়াসার বিরুদ্ধে অভিযোগ আছে, পানির পাম্প বন্ধ করে রাখার। এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলতে চাইলেও তাকে পাওয়া যায়নি। এই অবস্থায় সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন