ইরান ৩ হাজার কিলোমিটার দূর পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যার নকশা উত্তর কোরিয়া থেকে সরবরাহ করা হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দি টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান।
এ ক্ষেপণাস্ত্র তিন হাজার কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে পারবে। এটির নকশায় সহযোগিতা করেছে উত্তর কোরিয়া।
ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের (এনসিআরআই) বরাতে টেলিগ্রাফের প্রদিবেদনে বলা হয়েছে, সংস্থাটি এর আগে তেহরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এছাড়া তারা বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অস্ত্র কর্মসূচি বৃদ্ধিকরণের বিষয়েও তথ্য প্রকাশ করেছে।
ইরানের জাতীয় রেসিট্যান্ড কাউন্সিল বা এনসিআরআই হলো ফ্রান্স ও আলবেনিয়া ভিত্তিক একটি ইরানি রাজনৈতিক সংগঠন। যার প্রতিষ্ঠাতা মাসুদ রাজাবি এবং আবুলহাসান বানিসাদর।
এসিআরআই’র মার্কিন প্রতিনিধি সোনা সামসামি টেলিগ্রাফকে বলেন, ‘পশ্চিমাদের নমনীয়তার আড়ালে ইরানের শাসকরা অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। যা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।’
তিনি বলেন, ‘আজকের মতো তেহেরান এত দুর্বল আর অসহায় কখনও ছিল না। এজন্য দেশটির শাসকরা দ্রুতই অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে।’
তিনি আরও বলেন, এখনই সময় অভ্যন্তরীণ হত্যাকাণ্ড, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং পারমাণবিক অস্ত্রের প্রসারে ইরানকে দায়ী করা।’
পড়ুন :বোমা বিস্ফোরণে রাশিয়ার সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
দেখুন :গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ইরান?
ইম/