এসএসসি ও সমমানের গন্ডি পেরিয়ে, দেশজুড়ে আনন্দে ভাসছে শিক্ষার্থীরা। এবার পাসের হার সবচেয়ে বেশি যশোর বোর্ডে, কম সিলেটে। শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৬১৪টি। কেউই পাস করেনি ৫১টি স্কুলে।
যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক তিন তিন শতাংশ। যা সারা দেশের মধ্যে সবেচেয়ে বেশি। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ শিক্ষার্থী।
সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে, ৭৩ দশমিক তিন পাঁচ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। গতবারও এই বোর্ডে পাসের হার ছিলো সবচেয়ে কম। এবার কমেছে আরও কিছুটা। কয়েক বছর ধরেই পিছিয়ে এই বিভাগ।
শতভাগ পাসসহ ৯৯ দশমিক ছয় ছয় শতাংশ জিপিএ-৫ পেয়ে, দেশের সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস্। স্কুলটির ২৯৫ জনের মধ্যে ২৯৪ জনই পেয়েছে জিপিএ-৫। নামি-দামি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলায়, উচ্ছ্বসিত স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।
চট্টগ্রামে বোর্ডে পাসের হার ৮২ দশমিক আট শূন্য। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক দুই তিন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ শিক্ষার্থী। দুই সূচকেই এগিয়ে মেয়েরা।
দিনাজপুরে পাসের হার ৭৮ দশমিক চার তিন। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। ময়মনসিংহে পাস ৮৪ দশমিক নয় সাত শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন।
জয়পুরহাট জেলায় শীর্ষস্থান অর্জন করেছে, গার্লস ক্যাডেট কলেজ। ৫৩ পরীক্ষার্থীর সবাই পেয়েছে গোল্ডেন জিপিএ।