26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

পিএসএলের পর্দা উঠছে আজ, সরাসরি খেলা সম্প্রচার করবে নাগরিক টিভি

জমকালো আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। চলবে আগামী ১৮ মে পর্যন্ত। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। পাকিস্তানের জনপ্রিয় এই ক্রিকেট লীগের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাত ৮টায়। উদ্বোধনী অনুষ্ঠানও দেখা যাবে নাগরিক টিভিতে।

এবারের আসরে দল পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। আজ উদ্বোধনী ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। রাওয়ালপিন্ডির মাঠে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১৮ মে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা টানবে পিএসএল।

নতুন মৌসুমের ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছেন লিটন দাস এবং নাহিদ রানা। টাইগার ওপেনার লিটন দাস খেলবেন করাচি কিংস দলে। লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। এই দুজনকে সিলভার ক্যাটাগরি থেকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যে তারা বিসিবি থেকে অনাপত্তি পত্র পেয়ে পাকিস্তানে অবস্থান করছেন।

ড্রাফট থেকে দল পেয়েছেন পিএসএলের গোল্ড ক্যাটাগরির ক্রিকেটার ও বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। তরুণ এই পেসারকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশওয়ার জালমি। বিসিবি থেকে আংশিক এনওসি পেয়েছেন নাহিদ। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শেষে পিএসএলের দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এদিকে পিএসএলের উদ্বোধনী ম্যাচেই দলের একমাত্র লেগ স্পিনার হিসেবে সেরা একাদশে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গা পাওয়ার সম্ভবনা প্রবল। রিশাদের দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা বোলার বিপিএলের এবারের মৌসুমে ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচ খেলেছেন। যে দলের অপরিহার্য অংশ ছিলেন রিশাদ হোসেন। এমনকি ফাইনাল ম্যাচে রিশাদের ব্যাটে চড়েই শিরোপা জিতেছিল বরিশাল। সবমিলিয়ে এই তরুণ ক্রিকেটারকে পিএসএলের উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে।

টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী, ১৮ মে লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পিএসএল দশম আসরের এই সময়সূচি ঘোষণা করে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের বলেছেন, আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়।

এবারে টুর্নামেন্টটিতে অংশ নেবে ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান সুলতানস ও করাচি কিংস।

পড়ুন : ট্রাম্পের শুল্কনীতিতে হুমকির মুখে বিশ্বকাপ ও অলিম্পিক আয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন