০৮/০৭/২০২৫, ২০:১৬ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:১৬ অপরাহ্ণ

পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন সোহেল গ্রেপ্তার

পিরোজপুর পৌর যুবলীগ সিনিয়র সহ সভাপতি সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম।

গ্রেপ্তার হওয়া মো: নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ জুন) বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিং এর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে সদর থানায় আনা হয়।

পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম জানান নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। তার নামে বিস্ফোরক দ্রব্য মামলা সহ (১৪)টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পড়ুন : পিরোজপুরে জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন