প্রস্তাবিত বাজেট বিদেশীদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দেয়া হয়েছে। যার ঋণের বোঝা জনগনকে টানতে হবে। মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া জানাতে বিএনপি গুলশানে আয়োজন করে সংবাদ সম্মেলন।
বিএনপি মহাসচিব বাজেটকে দুর্নীতি আর লুটপাটের জন্য ধান্দাবাজির বাজেট আখ্যায়িত করে বলেন, বাজেট শুণ্যের উপড় দাড়িয়ে আছে। সাত লাখ সাতানব্বই হাজার কোটির মধ্যে দুই লাখ ছাপান্ন হাজার কোটিই ঘাটতি।
আইএমএফের পরার্মশ উপেক্ষা করে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে কোন সংস্কার আনা হয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন,করের বোঝা বৃদ্ধির কারণে মুল্যস্ফিতির চাপে পিষ্ট সাধারণ মানুষের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে।
বিএনপি মহাসচিব প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস উল্লেখ করে বলেন, এটি একাটি ফোকলা অর্থনীতির উপড় দাড়িয়ে আছে। এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়, আওয়ামী লীগ কর্মীদের জন্য।