22 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

প্রাণ ফিরে পাচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল

আসল চেহারায় ফিরছে রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল। দূষণে আর ময়লার ভাগাড়ে পরিনত হওয়া খালটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিন। সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত খুশি এলাকাবাসী।

১৩৪ বছরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল সময়ের সাথে সাথে ঐতিহ্য হারিয়ে পরিনত হয়েছে অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময় খালে। যা নগরবাসীর জন্য হয়ে উঠে ছিলো একধরনের অভিশাপ।

১৮৯০ সালে মা শ্যামা সুন্দরীর নামে খালটি খনন করেন, রংপুরের তৎকালীন জমিদার রাজা জানকি বল্লভ সেন। ১৬ কিলোমিটারের দীর্ঘ এ খালে একসময় স্বচ্ছ পানির থাকলেও সময়ের পরিক্রমায় পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বন্ধ হয়ে গেছে পানি স্বাভাবিক প্রবাহ।

অবশেষে প্রাচীনতম এ খালটি সংস্কারের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিন। শনিবার সকালে নগরীর শেখ রাসেল স্টেডিয়াম পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন সিটি মেয়র। সিটি করপোরেশন এমন ভূমিকায় খুশি এলাকাবাসী।

প্রথম দিনে ৫ কিলোমিটার পথ পরিষ্কার করা হলেও, অব্যাহত থাকবে বাকী অংশ পরিষ্কারের অভিযান, জানান নগরপিতা।

আগামী তিন মাসের মধ্যে শ্যামাসুন্দরী খাল খনন ও সংস্কারসহ আধুনিকায়নে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট ডিজাইন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করার কথা জানান নগরপিতা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন