ইংলিশ প্রিমিয়ার লীগে নাটকীয়তার ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে চেলসি। আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে শিরোপা ভাগ্য নিজেদের হাতেই রাখল লিভারপুল।
ব্রিটেনের রাজধানী লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ মাঠে কোল পালমারের হ্যাটট্রিকে ৪-৩ গোলে জয় পায় চেলসি। ইউনাইটেডের আলেহান্দ্রো জোড়া গোল করেন। অ্যানফিল্ডে শেফিল্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে স্বাগতিকরা। দারউইন নুনেসের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর তাদের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরে।
খেলার ৫৮ মিনিটে প্রতিপক্ষের হেড লিভারপুলের ডিফেন্ডার কনোর ব্রাডলির পায়ে লেগে আত্মঘাতি গোলটি হয়। এরপর ৭৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক আলিস্তের নৈপুণ্যে শিরোপাপ্রত্যাশীরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন কোডি গাকপো।
প্রিমিয়ার লীগে ৩০ ম্যাচে ২১ জয়, ৭ ড্র এবং ২ তার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচ ও জয় নিয়েও ৫ ড্র এবং ৪ হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আর্সেনাল। একই সংখ্যক ম্যাচ খেলে ১ জয় কম নিয়ে তৃতীয় অবস্থানে ম্যানচেস্টার সিটি।