চন্দনা কমিউটার ট্রেনের ফরিদপুর রেলস্টেশনে স্টপেজ দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে ফরিদপুর রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটি সকালে ফরিদপুর স্টেশনে পৌছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে কাফনের কাপড় পরে অবস্থান নেন। স্টপেজের দাবীতে নানা ধরনের স্লোগন দিতে থাকেন তারা। পরে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক আলতাব হোসেন, লিয়াকত হোসেন, আরিফ শেখ, শরীফ খানসহ অনেকে।