ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস হয়েছে সাধারণ পরিষদে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপিত হওয়ার পর, বিপুল ভোটে পাস হয়।
শুক্রবার আনা এ প্রস্তাবের পক্ষে সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে, পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯ দেশ। আর ভোট দেওয়া থেকে বিরত ছিল ২৫টি দেশ। এর আগে গত মাসে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ভোট অনুষ্ঠিত হয়েছে।