আজ শনিবার (২৯ জুন) বিকেলে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এর আয়োজন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
কাল শুক্রবার (২৮ জুন) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আলোচনা সভা হলেও ক্ষমতাসীনদের এ কর্মসূচিও রূপ নিতে পারে সমাবেশে। এরই মধ্যে নেতা-কর্মীরা আলোচনা সভায় আসতে শুরু করেছে। এটিকে বিএনপির পাল্টা কর্মসূচি বলা হলেও ক্ষমতাসীনরা তা মানতে নারাজ।
এছাড়াও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।