বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে জয়ের লক্ষ্য মাঠে নামবে বাংলাদেশ। কাতারে ম্যাচ শুরু হবে রাত ১০টায়।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচটি লেবানন নিজেদের মাঠে খেলতে পারছে না যুদ্ধ ও রাজনৈতিক সমস্যার কারণে। নিরপেক্ষ ভেন্যু কাতারে খেলা হওয়াটা জামাল ভূঁইয়াদের জন্য একধরনের আশীর্বাদ। এক বছরে লেবাননের বিপক্ষে তৃতীয়বার মোকাবিলা করতে যাচ্ছেন জামাল-তপু-রাকিবরা। কাগজ-কলমে এগিয়ে শক্তিশালী লেবানন। তবু ভালো কিছুর প্রত্যাশা লাল সবুজদের।