মুরগী ও ডিমের দাম নির্ধারণ করেই খালাস সরকার, সুফল পাচ্ছে না ভোক্তারা। বৃষ্টির অযুহাতে প্রায় সবজির বাজার চড়া। আর চাল-ডাল, মাছ-মাংসের দাম বাড়ার কোনো অজুহাতও নেই বাজারে।
প্রাণীসম্পদ ও কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দামের দেখা নেই বাজারে। মূল্যতালিকা অনুযায়ী প্রতিডজন ফার্মের ডিমের সর্বোচ্চ দাম ১৪২ টাকা ৪৪ পয়সা হওয়ার কথা থাকলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। দেশী মুরগির ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ২১০ টাকা আর হাসের ডিম ২২০ টাকা, মাছ বাজারেও নেই সুখবর। কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। রুই-কাতলা মিলবে ৩০০ থেকে ৩৩০ টাকায়। বোয়াল প্রতি কেজি হাজার টাকা। চিংড়ি কেজিতে ১০০ টাকা বেড়ে ৯০০ টাকা।
২০ থেকে ৩০ টাকা বেড়েছে সব ধরণের মুরগীর মাংসে। দেশী মুরগী বিক্রি হচ্ছে ৫২০ টাকায়, পোল্ট্রি ১৯০ আর সোনালী ২৭০ টাকা।
সবজির বাজারও ছুটে চলছে লাগামহীন। সপ্তাহ ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে সব ধরণের সবজির দাম। পেঁপে ছাড়া পঞ্চাশ টাকার নিচে নেই কোন সবজি। বেগুন ৩০ টাকা বেড়ে ১০০ টাকা, লাউ ৮০ টাকা। ৬০ টাকা বেড়ে সিম বিক্রি হচ্ছে ৩০০ টাকা। আর বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছে ক্রেতারা।
মাছ-মাংস, সবজি, যাই কিনতে যান, বাজার করে ব্যাগ ভরে স্বস্তি নিয়ে ফেরার উপায় নাই। তাই ক্রেতারা বলছেন, স্বস্তি ফেরাতে ভাঙ্গতে হবে সিন্ডিকেট।