27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব : সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) একটি বিশেষ টিম।

সাজ্জাদ হোসেনকে টাকা খরচ দ্রুত জামিন করে বের করে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তার স্ত্রী। আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।


ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনারা যারা ভাবছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে, আর কোনো দিন বের হবে না। তাদের জন্য এক বালতি সমবেদনা। হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে, এটা নিয়ে এত উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে তখন অ্যারেস্ট হবেই। এগুলো নিয়ে এত টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছুই নাই।’

তিনি আরও বলেন, ‘আমরা কাড়িকাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখ। এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছ তোমরা, শেষ করব আমরা। সবাই যারা আমার স্বামী সাজ্জাদের সাপোর্টার আছ, আমার জামাইয়ের জন্য দোয়া করবা, যাতে ১০-১২ দিনের মধ্যেই জামিন করায় ফেলতে পারি। ধন্যবাদ।’


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন বলেন, ‘তাহসিন হত্যা মামলায় সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

পড়ুন : চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন