বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে, আরাকান আর্মির গুলিতে আবুল কালাম নামে এক বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন।
সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ৪৮ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতিরছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মত বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে সীমান্তের ওপারে যায় সে। আর্মির এক সদস্যর সাথে কথা কাটাকাটির জেরে তার মাথায় গুলি করে হত্যা করা হয়।