চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সব ছাপিয়ে আলোচনায় অফসাইড বিতর্ক। লাইনসম্যান ও রেফারির একটি ভুলের খেসারত দিয়েছে বায়ার্ন মিউনিখ। আর লাভে লাভ রিয়াল মাদ্রিদের।
গতরাতে সেমির দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পেয়ে, ফাইনালে উঠে গেছে রিয়াল। যোগ করা সময়ের ১৩ মিনিটে, গোল করে বায়ার্ন। তবে, লাইনসম্যান অফসাইডের পতাকা তোলায়, গোলটি বাতিল হয়। ম্যাচ শেষে অবশ্য, ভুল স্বীকার করেন রেফারি। কিন্তু, ততক্ষণে সব শেষ। ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।