বিএনপি নয়, আওয়ামী লীগ সরকারই ভারতের রিমোট কন্ট্রোলে চলে। মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিকালে নয়াপল্টনে সমাবেশে তারা এসব কথা বলেন। দলটির নেতারা বলেন, সরকার দেশের মানুষের স্বচ্ছলতার কথা বলে। কিন্তু, বাস্তবতার সঙ্গে এর মিল নেই।
গত ২৮ অক্টোবরের আলোচিত ঘটনার মাস ছয়েক পর, বিএনপির বড় কর্মসূচি। রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। দাবি, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি।
কর্মসূচিতে অংশ নেন দলের সিনিয়র নেতারা। বলেন, আওয়ামী লীগ সরকার ভারতের দালালি করছে। বিএনপি নেতারা বলেন, সরকার দেশের মানুষের স্বচ্ছলতার কথা বলছে। কিন্তু, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। যা নাইটিঙ্গেল মোড় হয়ে আরামবাগ দিয়ে পল্টনে এসে শেষ হয়।