চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালি সীমান্ত এলাকায় মেইন পিলার ১২৪-এর নিকট ভারতীয় অংশে নব চন্দ্রপুর বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির পক্ষে ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
অপরদিকে, বিএসএফের পক্ষ থেকে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

সাক্ষাতের শুরুতেই ঈদ-উল-ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ আলোচনার সূচনা হয়। বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল জোরদারকরণ এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন—এসব বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা হয়।
বৈঠক শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ১২৪ ও পার্শ্ববর্তী পিলারগুলো পায়ে হেঁটে যৌথভাবে পরিদর্শন করেন। এতে দুই দেশের স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারগণও উপস্থিত ছিলেন।
পড়ুন: মেহেরপুরে দুই মাসে ১০৭টি মোবাইল ও ৬ লক্ষাধিক টাকা উদ্ধার
দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!
ইম/