বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেকটা হেরে যাওয়ায় জো বাইডেনের প্রার্থীতা প্রত্যাহারের দাবি উঠেছে। তবে বাইডেন দৃঢ় প্রত্যয়ী, তিনি নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করবেন।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস। দলের ভেতরেও কেউ কেউ বাইডেনের পরিবর্তে অন্য প্রার্থী চাইছেন বলেও গুঞ্জন উঠেছে।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে ডেমোক্র্যাট সমর্থকদের হতাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন নিজেও তা স্বীকার করেছেন, তবে তিনি নির্বাচনে ট্রাম্পকে হারানোর ব্যাপারে আশাবাদী।