১৫/০৬/২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ

বিভিন্ন সমস্যা আসবে, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে : স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, যে কোনো জিনিসের অস্তিত্ব থাকলে হুমকি থাকে। আমরা হুমকি মনে করব না। বিভিন্ন রকমের সমস্যা আসবে সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। আমরা সেভাবে মোকাবেলা করব। ছোট জিনিসও বড় হতে পারে, আবার বড় জিনিসও ছোট হতে পারে। অতএব এখানে আমি কোনো হুমকি দেখছি না।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইলাশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র সচিব আরও বলেন, পুলিশ আগে পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। এখন রেসপন্স করছে। ৯৯৯-এ ফোন করলে দেখবেন টেলিফোনে একজন সাড়া দিবেই এবং অ্যাকশন নিবে। এতগুলো বাচ্চা যে জীবন দিলো এটা আমাদেরও কষ্ট দেয়, পীড়া দেয়।

মতবিনিময় সভায় জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে ইসলাম ধর্মের বিভিন্ন আয়াত ও তার ব্যাখা প্রদর্শনের মাধ্যমে সৎভাবে দায়িত্ব পালনের জন্য সকল সরকারি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।তবে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম কিংবা দেশের আইনশৃঙ্খলা বিষয়ক কোনো আলোচনা হয়নি।

মতবিনিময় সভায় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন : জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন