রাজধানীর বিমানবন্দর এলাকাকে নিরব ঘোষণা করার চার মাসেও নেই কার্যক্রর পদক্ষেপ। উল্টো শব্দ দূষণের মাত্রা আগের চেয়ে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঘটা করে ঘোষণা নয় তা বাস্তবায়ণে নিতে হবে পদক্ষেপ।
রাজধানীর বিমানবন্দর এলাকা। ঘটা করেইে এই এলাকার উত্তর এবং দক্ষিণের মোট তিন কিলোমিটারকে নিরব এলাকা ঘোষণা করে সরকার।
ঘোষণা মতে বিমানবন্দরের ওভার ব্রিজের উপরে লিখা ও আছে হর্ণ বাজানো নিষেধ পাশেই লিখা রয়েছে নিরব এলাকা।
কিন্তু পাশেই হর্ন আর সড়ক সংস্কার কাজের তীব্র আওয়াজ। জনসাধারণ বলছেন, নির্দেশনা থাকলেও শব্দ দূষণ বন্ধ হয়নি। সরকার শুধু কাগজে কলমে ঘোষণা দিয়ে ক্ষান্ত বাস্তবায়নে নেই কোন পদক্ষেপ। অনেকে বলছেন ঘোষণার পর শব্দ দূষণ আরো বেড়ছে।
হর্ণ বাজানোর নিষেধাজ্ঞা থাকলে চালকরাও বলছেন সবসময় মানতে পারেন না তারা।
স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এ নিয়ে গবেষণা করেছেন নিরব এলাকা ঘোষণার পর। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলছেন, কার্যক্রর পদক্ষেপ নেয়নি সরকার। তাই বেড়েছে দূষণ।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, আবাসিক এলাকায় দিনের সর্বোচ্চ শব্দমাত্রা ৫৫ ডেসিবেল এবং রাতের ৪৫ ডেসিবেল সহনীয়। আর বাণিজ্যিক এলাকায় দিনের ৭০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনের ৭৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। এই বিধিমালা রাজধানীতে বাস্তবায়নের আহবানও জানান বিশেষজ্ঞরা।
এনএ/