বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ আপত্তি থোরাই কেয়ার করে, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে কী হচ্ছে, তা জানা হয়ে পড়েছে দুরুহ ব্যাপার।
কারণ, গোটা গাজা উপত্যকাকেই যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। গাজার অন্য অঞ্চল থেকে হামলার ভয়ে পালিয়ে যাওয়া প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি রয়েছে শহরটিতে। তাদের ভাগ্যে কী ঘটছে, তা নিয়ে বিশ্বজুড়েই রয়েছে উদ্বেগ। যুদ্ধ বন্ধে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের অনেক দেশে।