39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধে রুল

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসায়ীদের চড়া সুদে লেনদেন বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ মার্চ) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আজ আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আপিল বিভাগের আইনজীবী মো. ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

মামলার বিবরণ থেকে জানা যায়, খুলনার বটিয়াঘাটা উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা শচীন্দ্র নাথ শীল এ বিষয়ে গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।

এর আগে ওই ব্যক্তি বেআইনি চড়া সুদের ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতারণা ও হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আবেদন করেন।

ওই আবেদনে তিনি বলেন, আমি শচীন্দ্র নাথ শীল খুলনা জেলাধীন বটিয়াঘাটা উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা। সমাজে যেখানে প্রতারণা ও জালিয়াতি চক্রের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শেষ বয়সে এহেন অন্যায়কে সহ্য করতে না পেরে প্রতিবাদ করে চলেছি। আমার বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা ও হয়রানিমূলক মামলা করেছে। আমার স্ত্রী জ্যোৎস্না সরকার তার পিতৃহারা এইদের বিশেষ প্রয়োজন মিটানোর জন্য আমার অজান্তে ২০১৩ ও ২০১৪ সালে তার সহকর্মীদের কাছ থেকে কয়েকবারে সুদে আনুমানিক দুই লক্ষ টাকা নেয়।

উক্ত টাকার প্রতি মাসে চড়া সুদ প্রদান করতে গিয়ে অন্য লোকের কাছ থেকে একইভাবে সুদ আনে। আমার অজান্তে চড়া সুদের ব্যবসায়ীদের ফাঁদে পড়ে যখন মৃত্যু পথযাত্রী তখন মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় জানতে পারি টাকা নিয়েছে। আমার পরিবার এবং তার কাছ থেকে সবকিছু শুনে ২০১৯ সালের ৩ জুলাই সোনাডাঙ্গা মডেল থানায় ১৬১নং সাধারণ ডায়েরি করে।

সুদের ব্যবসায়ীদের মধ্যে অনেকেই তাদের ভুল বুঝতে পেরে সত্য ঘটনা খুলে বলায় শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বেআইনি হলেও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করেছি। যার অনেক দালিলিক প্রমাণাদি ও বাধ্য হয়ে মোবাইলের আলাপচারিতা রেকর্ড করেছি, যা প্রমাণ হিসেবে গচ্ছিত আছে।

পড়ুন : জয়পুরহাটে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

দেখুন : বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যার সম্পদ আম্বানি-আদানির চেয়েও বেশি, কে সেই ব্যক্তি! | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন