১৯৯০ সালে ‘আশিকি’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই রাতারাতি পরিচিতি পেতে শুরু করেন ভারতীয় নায়িকা অনু আগারওয়াল।
সম্প্রতি ৯০-এর দশকের জনপ্রিয় এই অভিনেত্রী বলেছেন, ‘আশিকি’ হিট হলেও এই ছবির জন্য এখনও তিনি পুরো পারিশ্রমিক পাননি। তবে আজ পর্যন্ত তিনি পুরো পারিশ্রমিকের জন্য ছবির নির্মাতাদের কাছে যাননি বলেও জানিয়েছেন অনু আগরওয়াল।
পিঙ্কভিলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই সময়কার ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে অনু আগারওয়াল বলেন, ‘দাউদ ইব্রাহিমের মতো লোকেরা তখন ইন্ডাস্ট্রি শাসন করত। ইন্ডাস্ট্রিতে আসা সমস্ত অর্থ-ই আন্ডারওয়ার্ল্ড থেকে আসত।’
অনু আগারওয়ালের কথায়, ‘আমি আজ পর্যন্ত আশিকির পুরো পারিশ্রমিক পাইনি। ছবির পারিশ্রমিকের মাত্র ৬০ শতাংশ পেয়েছি। নির্মাতারা এখনও আমার কাছে ৪০ শতাংশ ঋণী।’ তবে অনু এটাও স্বীকার করে নেন যে ছবির বকেয়া পারিশ্রমিকের বিষয়ে তিনি কখনোই নির্মাতাদের কাছে যাননি।
অনু বলে বসেন, ‘ওকে ম্যান, এটা না হয় ওদের জন্য আমার গিফট।’
তিনি বলেন, ‘আমি অনেক টাকা আয় করেছি। মডেলিংয়ে আমি সিনেমার চেয়ে অনেক বেশি আয় করেছি। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি।’
ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে অনু আরও বলেন, ‘এটা একটা নোংরা ব্যবসা ছিল। আমি আজ আর এর মধ্যে নেই। এখন কোনো ছবি করলে বলতে পারব আগের তুলনায় এটা কতটা নোংরা। সে সময় সবই হত টেবিলের নিচ দিয়ে। দাউদ ইব্রাহিমের মতো লোকেরা ইন্ডাস্ট্রি শাসন করেছে। ইন্ডাস্ট্রিতে আসা সমস্ত অর্থ আন্ডারওয়ার্ল্ড থেকে আসত। সে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ।’
পড়ুন: আজ সোমবার আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে
দেখুন: নির্মাতা ইফতেখার চৌধুরীর নতুন চলচ্চিত্র “মুক্তি” |
ইম/