26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

‘ভারতের দয়ায় ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ’

ভারতের দয়ায় ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ। মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকালে এক যৌথ সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নিজের দেশকে খাটো করাই বিএনপির রাজনীতি।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। কেন্দ্রীয় হাই কমান্ডের সঙ্গে মহানগর উত্তর দক্ষিণ এবং অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা। অংশ নেন, সংগঠনগুলোর শীর্ষ পদধারীরা।

সাধারণ সম্পাদক অনেকটা সাংবাদিক সম্মেলনের স্টাইলে তুলে ধরেন দেশ ও বিশ্বের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি। প্রতিক্রিয়া জানান, আওয়ামী লীগ ভারতের দয়ায় ক্ষমতায়, বিএনপি নেতাদের এমন অভিযোগের।

সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে বিএনপিকে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, নৈরাজ্য হলে, অ্যাকশন দ্বিগুণ হবে।

দলটির যৌথ সভায় সাধারণত সবাইকেই কথা বলার সুযোগ দেয়া হয়। কিন্তু, এবার সূচনাতেই লম্বা বক্তৃতা, নেন সাংবাদিকদের প্রশ্নও। কথা বলার সুযোগ পাননি অন্য কেউ। সেখানেই শেষ যৌথ সভা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন