১৯/০৭/২০২৫, ২:৩৮ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৩৮ পূর্বাহ্ণ

ভারতে বিমান বিধ্বস্ত : লন্ডনে স্বামীর কাছে যাওয়া হলো না খুশবুর

ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির বেশিরভাগ আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এরইমধ্যে ওই বিমানে থাকা অনেকের পরিচয় সামনে আসতে শুরু করেছে, উঠে আসছে তাদের জীবনের নির্মম গল্প।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ওই বিমানে ছিলেন সদ্যবিবাহিত খুশবু রাজপুরোহিত। রাজস্থানের বালোতারা জেলার আরাবা গ্রামের মেয়ে খুশবু চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন লন্ডনে অধ্যয়নরত মানফুল সিংকে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিয়ের পর এটাই ছিল খুশবু-মানফুলের প্রথম সাক্ষাতের সুযোগ। কিন্তু এক দুর্ঘটনা কেড়ে নিলো তাদের সবই।

খুশবুর বাবা মদন সিং রাজপুরোহিতকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেয়ের সঙ্গে শেষ কথাও বলতে পারেননি তিনি।

এদিকে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এনডিটিভি জানিয়েছে, ওই বিমান দুর্ঘটনায় ‘কেউ বেঁচে নেই’ বলে বিবৃতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় একজন বেঁচে গেছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, ১১এ সিটে থাকা ওই যাত্রীকে ‘ঘুরে বেড়াতে’ দেখা যায় — তার সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট সামান্য ঝলসে গেছে। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বা এর সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি।

পড়ুন : ভারতে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন